বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

​​​​​​​বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম পুরষ্কার পেল ঢাকা ওয়াসা

যাযাদি ডেস্ক
  ২৯ জুন ২০২২, ২১:৪৪
​​​​​​​বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম পুরষ্কার পেল ঢাকা ওয়াসা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (Annual Performance Agreement:2020-2021) বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করে পুরষ্কার পেল ঢাকা ওয়াসা ঢাকা ওয়াসা ম্যানেজিং ডাইরেক্টর সিইও প্রকৌশলী তাকসিম খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এম. পি এর কাছ থেকে পুরষ্কারের স্মারক সনদ গ্রহন করেন স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সময় উপস্থিত ছিলেন

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের অধীন মোট ২০ (বিশ) টি সংস্থা/প্রতিষ্ঠানের মধ্যে ১০০ নম্বরের বিপরীতে ৯৮.৫০ নম্বর পেয়ে ঢাকা ওয়াসা সাফল্য অর্জন করে এজন্য ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক মহান আল্লাহ্ কাছে শুকরিয়া জানান পাশাপাশি ঢাকা ওয়াসা সকল কর্মকর্তা/কর্মচারীদের নিরলস কর্ম সম্পাদনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা ওয়াসা সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাকা ওয়াসা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বস্তুতঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যক্ষ দিক নির্দেশনায়ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসাকর্মসূচীর মাধ্যমে বিগত ১০ (দশ) বছরে ঢাকা ওয়াসা সাফল্য অর্জন করেছে ঢাকা ওয়াসা রাজধানীবাসির পানির চাহিদার উদ্বৃত্ত পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে ঢাকা ওয়াসা পানি সরবরাহের ক্ষেত্রে সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে আজরোল মডেল মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম, এম. পি ঢাকা ওয়াসা সমূদয় কর্মকান্ড সঠিক নির্দেশনা সহযোগিতা দিয়ে ঢাকা ওয়াসা কাজে গতি এনেছেন এজন্য ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক মাননীয় মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান

অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রসহ বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে