সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে খুন করার দায়ে স্বামীসহ দুজনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৩, ০৯:১৬

কক্সাবাজারের পেকুয়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রুহুল আমিন এবং খালেদা বেগম।

বুধবার ২৬ এপ্রিল দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সাইফুল এলাহী এই রায় প্রদান করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পিপি সুলতানুল আলম চৌধুরী জানান, ১৯৯৫ সালের ২৬ জানুয়ারি রাজাখালীর রব্বত আলী মাতবর পাড়ায় মনিরুজ্জামানের ছেলে আবদুল খালেকসসহ পরিবারের লোকজন স্ত্রী রোজিনাকে গলা কেটে হত্যা করেন। যৌতুকের দাবিতে এই হত্যাকণ্ড ঘটায় তারা। পরে এই ঘটনায় নিহতের গৃহবধূর পিতা বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম ২৮ বছর পর মামলটির রায় হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে