কানাডার নতুন হাইকমিশনার হিসেবে ঢাকায় যোগ দিয়েছেন লিলি নিকোলস। তিনি বেনোই প্রেফনটেইনের স্থলাভিষিক্ত হয়েছেন।
বুধবার (১৯ জানুয়ারি) কানাডার নতুন হাইকমিশনার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
লিলি নিকোলস টুইটারে জানান, ঢাকার কানাডা মিশনে যোগ দিতে পেরে আমি আনন্দিত খুশি। বাংলাদেশে আসার পর তাকে সুস্বাদু মিষ্টি দিয়ে স্বাগত জানানো হয়েছে বলেও লিখেছেন তিনি।
ঢাকায় আসার আগে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উন্নয়ন গবেষণা ও শিক্ষা) হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। এর আগে পানামায় কানাডার হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।
ঢাকায় কানাডার হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন বেনোয়া প্রিফন্টেইন। লিলি নিকোলস তার পদে স্থলাভিষিক্ত হলেন। আর বেনোয়া প্রিফন্টেইন ভারতের বেঙ্গালুরুর কানাডার মিশনে কনসাল জেনারেল হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।
লিলি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পানামায় কানাডার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনীতিক লিলি ১৯৯৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমি অ্যান্ড পলিটিকাল সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৯ সালে ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৮৭ সালে কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd