ঘরোয়া ক্রিকেটে ভালো করায় শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক পাবেন নুরুল হাসান সোহান। এমনটাই ধারণা ছিল দেশের ভক্ত-সমর্থকদের মনে। সোমবার (২৩ জুন) রাতে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংরাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে যেখানে জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
যদিও একটা সময় সোহানকে অনেক সম্ভাবনায় খেলোয়াড় মনে করা হয়েছিল। কিন্তু অনেক সময় পার হলেও বাংরাদেশ জাতীয় দলে জায়গাটা এখনো পাকা করতে পারেননি তিনি। সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে। এরপর থেকে নেই নির্বাচকদের ভাবনায়।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা হলেও সেখানে দেখা যায়নি সোহানকে। অথচ, একটি প্রস্তুতি ম্যাচে ৯৭ রানের ইনিংস খেলে আলোচনায় ছিলেন সোহান। এমন ছন্দের পরও বাংলাদেশ ওয়ানডে দলে না থাকার আক্ষেপ আছে তার।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যদি নিয়মিত হতে পারতাম তাহলে ক্যারিয়ারটা আজ অন্য জায়গায় থাকতে। অবশ্যই সেই জায়গায় আক্ষেপ আছে। আমার কাছে মনে হয় যেকোনো কারণে হয়তো সুযোগটা ধরতে পারিনি। অবশ্যই একটা আক্ষেপ থাকবে।’
জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়েই খেলাটা চালিয়ে যাচ্ছেন এখনও, স্বপ্ন ফিকে হয়নি তার। যেদিন সুযোগ থাকবে না, সেদিন থেকে আর খেলবেন না বলে জানান সোহান।
এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আরও বলেন, ‘জাতীয় দলে খেলা গর্বের ব্যপার। জাতীয় দলের জন্য খেলতে চাই। যখন জাতীয় দলের স্বপ্ন থাকবে না, তখন হয়তো আর ক্রিকেটটা খেলব না।’
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর অনেকের থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সংবাদ সম্মলেনে সব বিষয় খোলাসা করেছেন। কথা উঠেছিল সোহানের ব্যাপারেও। অনেকে মনে করছিলেন তিনি এবার ওয়ানডে দলে জায়গা পেতে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত স্কোয়াডে সোহানের নাম অন্তর্ভুক্ত হয়নি।
সোহানের না থাকার নিয়ে লিপু বলেন, ‘সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না এই পজিশনে। তিনি একজন কার্যকরী খেলোয়াড়, বিশেষ করে ছয়-সাত নম্বর ব্যাটিং পজিশনে। তাই তাকেও আমরা ভবিষ্যতে দলে দেখতে পাবো বলে আশা করছি।’