শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্দুক হামলা ঠেকাতে কঠোর হলেন বিব্রত বাইডেন

যাযাদি ডেস্ক
  ১০ এপ্রিল ২০২১, ০০:০০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

'ঘোস্ট গানস' বা কাগজপত্রবিহীন অবৈধ অস্ত্র ঠেকাতে একটি আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অবৈধ এসব অস্ত্র বা বন্দুককে 'ঘোস্ট গানস' বলা হয়েছে। কারণ সেগুলো বাসা-বাড়িতেই তৈরি করা হয় এবং সেগুলোর কোনো নিবন্ধনও নেই। এমনকি সেগুলো শনাক্তও করা সম্ভব হয় না। সংবাদসূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বন্দুক হামলার ঘটনা উলেস্নখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এসব হামলার ঘটনায় হতাহতের সংখ্যাও নেহাত কম নয়। আর এতে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন জো বাইডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, 'দেশে বন্দুক হামলার ঘটনা মহামারির রূপ নিয়েছে। এটা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের জন্য লজ্জাকর।' আর তাই এসব ঘটনা নিয়ন্ত্রণে নতুন নির্বাহী আদেশ জারি করছেন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট। এর অর্থ- অন্তত এই ক্ষেত্রে তাকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে না। এই আদেশের মাধ্যমে নির্দিষ্ট কিছু বন্দুক বা অস্ত্রের ক্ষেত্রে নতুন নিয়মকানুন জারি, অস্ত্র ব্যবহারে ইচ্ছুক ব্যক্তির অতীত কর্মকান্ড যাচাই এবং সহিংসতা প্রতিরোধে স্থানীয় সংস্থাগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, বন্দুক ব্যবহার করে দেশে প্রতিদিন ১০৬ জনকে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, 'এটা নিশ্চিতভাবেই একটা মহামারি। এটাকে বন্ধ করতে হবে।'

বাইডেনের জারি করা নতুন এই নির্বাহী আদেশের ফলে কথিত ঘোস্ট গানস বা নিবন্ধনহীন অস্ত্র কমিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ কী হতে পারে, তা জানাতে বা প্রস্তাব করতে ৩০ দিন সময় পাবে মার্কিন আইন বিভাগ।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বন্দুক হামলার ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে কংগ্রেসের সদস্যরা 'প্রচুর চিন্তা-ভাবনা ও প্রার্থনা করেছেন'। কিন্তু তারা বন্দুক সহিংসতা হ্রাস করার জন্য একটিও নতুন আইন পাস করেননি। তিনি বলেন, 'যথেষ্ট প্রার্থনা করা হয়েছে; এবার ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।'

এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণে আটলান্টা ও জর্জিয়াতে আটজন এবং কলোরাডোর বোল্ডারে গ্রোসারির দোকানে আরও ১০ জন নিহত হওয়ার ঘটনাসহ বেশ কয়েকটি গণহত্যার পর বাইডেন তার প্রস্তাবগুলো উত্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে