বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

করোনার থাবায় বিশ্বে আরও ১০ হাজার মৃতু্য

যাযাদি ডেস্ক
  ১২ মে ২০২১, ০০:০০
করোনার থাবায় বিশ্বে আরও ১০ হাজার মৃতু্য

করোনা মহামারির থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। ভয়াবহভাবে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতু্য। আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডোমিটার'র তথ্যমতে, সোমবার একদিনেই বিশ্বে মারা গেছে সাড়ে ১০ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ ১১ হাজার। সংবাদসূত্র : এএফপি, আল-জাজিরা

এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি ৯৭ লাখ। অন্যদিকে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ ১৯ হাজার। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৩৫ লাখ ১৫ হাজার ৩০৮ জন আক্রান্ত এবং পাঁচ লাখ ৯৬ হাজার ১৭৯ জন মারা গেছে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃতু্যর সংখ্যার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

দেশটিতে শনাক্ত রোগী এক কোটি ৫২ লাখ ১৪ হাজার ৩০ জন এবং মৃতু্য হয়েছে চার লাখ ২৩ হাজার ৪৩৬ জনের। অন্যদিকে, আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে