শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
বিজেপির জাতীয় নির্বাহী সভা

হায়দরাবাদের নাম 'ভাগ্যনগর' করার ইঙ্গিত মোদির

ম যাযাদি ডেস্ক
  ০৫ জুলাই ২০২২, ০০:০০

বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন স্থানের নাম পরিবর্তন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিভিন্ন বিখ্যাত স্থানের মুসলমান নামগুলোর পরিবর্তন শুরু করেছে তারা। নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার পাল্টে যাচ্ছে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের নামও! সোমবার ভারতের হায়দরাবাদে বিজেপির জাতীয় নির্বাহী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখার সময় হায়দরাবাদকে 'ভাগ্যনগর' বলে উলেস্নখ করেছেন। সংবাদসূত্র : পার্স টুডে, টাইমস অব ইনডিয়া

ভারতের প্রধানমন্ত্রী মোদি তার বক্তব্যে বলেন, ''পশ্চিমবঙ্গে আমাদের কর্মীদের হত্যা করা হচ্ছে এবং তারা দেশের স্বার্থের দলের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, 'ভাগ্যনগরেই সরদার প্যাটেল 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' স্স্নোগান দিয়েছিলেন। ভারতকে একত্রিত করার প্রচার 'ভাগ্যনগর' থেকে সরদার প্যাটেল শুরু করেছিলেন।''

প্রসঙ্গত, উগ্র হিন্দুত্ববাদী 'আরএসএস' হায়দরাবাদকে 'ভাগ্যনগর' বলে ডাকে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির 'ফায়ারব্রান্ড' নেতা যোগী আদিত্যনাথও প্রচারের সময় 'ভাগ্যনগর' বলেছিলেন। ২০২০ সালের নভেম্বরে, যোগী আদিত্যনাথ যখন মেয়র নির্বাচনের প্রচারে হায়দরাবাদে গিয়েছিলেন, তখন তিনি প্রকাশ্যে বলেছিলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তবে শহরের নাম 'ভাগ্যনগর' রাখা হবে। একইসময়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে হায়দরাবাদে গিয়েছিলেন এবং সেখানে ভাগ্যনগর মন্দির দর্শন দিয়ে তার সূচনা করেছিলেন। এই মন্দিরটি ৪২৯ বছরের পুরনো হায়দরাবাদ শহরের পাশেই চারমিনার সংলগ্ন স্থানে অবস্থিত।

সোমবার মোদি বলেন, অনেক রাজ্যে ক্ষমতায় না থাকা সত্ত্বেও কর্মীরা কাজ করছেন। পশ্চিমবঙ্গ, কেরালা তেলেঙ্গানায় এমনটাই ঘটছে। আমাদের চিন্তাধারা গণতান্ত্রিক। অনেক রাজনৈতিক দল নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। কিন্তু এই পতন বা ব্যঙ্গ আমাদের জন্য হাস্যরসের বিষয় নয়। আমাদের শিখতে হবে যে, তারা যা করেছেন তার কোনোটিই আমাদের করতে হবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে