রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

গাজার ২১ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে

যাযাদি ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনে কমপক্ষে ২১টি হাসপাতালের সেবাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে ১১০টি স্বাস্থ্যকেন্দ্রও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সংবাদসূত্র : আল-জাজিরা

ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ২৮৭ জন চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। বোমা হামলা চালিয়ে অন্তত ৫৮টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এর ফলে যেখানে চিকিৎসা সেবা চালু আছে, সেখানে আহতদের নিয়ে যাওয়াও মুশকিল হয়ে পড়েছে।

ডা. আশরাফ আল-কুদরা সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্সে' এক পোস্টে জানান, 'রোগীদের রক্তক্ষরণে মৃতু্য হচ্ছে। আমরা যতটা সম্ভব আহতদের নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি।' তিনি বলেছেন, চিকিৎসা কর্মীরা উলেস্নখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে সহায়তার পাশাপাশি সুরক্ষা প্রয়োজন।

বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, হাসপাতালগুলো এখন লাশের বন্যায় পস্নাবিত হয়ে গেছে। হাসপাতালগুলো আহতদের কোনো চিকিৎসা সেবা দিতে পারছে না। ইসরাইলের দখলদার সেনাদের হামলায় সব চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। ফলে আহতদের স্থানান্তর করা হচ্ছে। সেখানকার অবস্থা অমানবিক বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে