শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রমী সারিকা

বিনোদন রিপোর্ট
  ০৯ নভেম্বর ২০২০, ০০:০০
সারিকা সাবরীন

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সারিকা সাবরীন। অনলাইনের এই যুগে শোবিজের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলেও কেবল ব্যতিক্রমী এই অভিনেত্রী। এক সময় সচল থাকলেও দীর্ঘ আড়াই বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রয়েছেন তিনি। বর্তমানে তিনি কোনো ফেসবুক ব্যবহার করছেন না। তারপরেও তিনি বিব্রত হন ফেসবুক নিয়ে। সারিকা বলেন, "বাধ্য হয়েই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে আছি। আড়াই বছর আগে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এরপর থেকে আমি ফেসবুকে নেই। প্রায়ই 'সারিকা সাবরীন' নামে একটি ফেক আইডি নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই আইডির ফলোয়ারের সংখ্যা এক লাখ ১৮ হাজারের মতো। আমার আসল আইডি ভেবে অনেকেই প্রতারিত হচ্ছেন। সবাই ওই আইডিতে যোগাযোগ করেন। কোনো সাড়া না পেয়ে আমাকে ভুল বোঝেন। বিষয়টি আমার জন্য চরম বিব্রতকর।"

হঠাৎ হারিয়ে যাওয়ার অভিযোগ থাকলেও দর্শক ও নির্মাতাদের কাছে বরাবরই চাহিদা রয়েছে সারিকার। সম্প্রতি শেষ করছেন বিইউ শুভর পরিচালনায় 'পাসওয়ার্ড ফেরত চাই' নামের একটি নাটকের শুটিং। এখানে তাকে দেখা যাবে টমবয় টাইপের একটি মেয়ের চরিত্রে। অভিনয়ের বাইরে সারিকা উপস্থাপনাও করছেন। বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে তার উপস্থাপনায় সেলিব্রেটি শো 'আমার আমি'। এ প্রসঙ্গে সারিকা বলেন, 'টুকটাক উপস্থাপনার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম ধারাবাহিক কোনো অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে আমি অতিথি হয়েছি, এবার বসলাম উপস্থাপকের চেয়ারে। তাই উপস্থাপনা বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত বেশ রোমাঞ্চকর মনে হয়েছে। প্রথম রেকর্ডিংয়ের সময় কিছুটা জড়তা কাজ করছিল। কিন্তু কথা বলা শুরু করার পর অন্যরকম ভালোলাগা কাজ করছে। অনুষ্ঠানে আড্ডার ছলে অতিথিদের সঙ্গে কথা বলি। যারা অতিথি হয়েছেন, তাদের সঙ্গে চেনাজানা ও কাজ করার অভিজ্ঞতা থাকায় উপস্থাপনা সহজ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে