২০১৮ সালে 'টাইম মেশিন' সিনেমার পর আর অভিনয়ে দেখা যায়নি চিত্রনায়িকা রত্নাকে। চার বছর পর আবারও নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটির নাম 'কিশোর গ্যাংস্টার'। এতে রত্নার বিপরীতে নবাগত এক নায়ককে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন মোসাদ্দেক রহমান ফাগুন। বর্তমানে গাজীপুরে ছবির দৃশ্য ধারণ হচ্ছে। রত্না বলেন, 'বর্তমানে আমাদের চলচ্চিত্রের দূর অবস্থা। অনেক দিন ধরে ভালো সিনেমা হচ্ছিল না। যার কারণে ভালো কাজের প্রস্তাব পাইনি বলে সিনেমার কাজ থেকে কিছুটা দূরে ছিলাম। তবে এই অঙ্গনের সবার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হতো। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতাম। বর্তমানে সিনেমার অবস্থা পরিবর্তনের দিকে। ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। তাই ভালো একটি সিনেমা দিয়ে বিরতি ভেঙে আবারও কাজে ফিরলাম। শিগগরিই গানের অংশের শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।'
কিশোর গ্যাংস্টার' সিনেমাটিতে আরও অভিনয় করছেন- রোবেকা রউফ, আনোয়ার সিরাজী, ডন প্রমুখ। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন রত্না।
এদিকে রত্না অভিনীত মুক্তির অপেক্ষায় জুয়েল ফারসির 'অরুণ বরুণ কিরণ মালা', সত্য রঞ্জন রোমান্সের 'পরাণ পাখি', সরকারি অনুদানে ড্যানি সিডাকের 'কাঁসার থালায় রূপালি চাঁদ', রকিবুল আলম রকিবের 'নষ্ট মুন্না', তাজুল ইসলাম এডিনের 'কঠিন লড়াই' সিনেমাগুলো। শিগগিরই সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা যায়।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd