শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
জাতীয় সংসদ নির্বাচন

আংশিকভাবে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি নির্বাচন কমিশনের

শরীয়তপুর (ভেদরগঞ্জ) প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বাংলাদেশ নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সরকারের কাছে বাজেট সংকটের কারণে নির্বাচনে সবকয়টি আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা সম্ভব নয়। তবে আংশিকভাবে ইভিএমে ও বাকি আসনগুলোতে ব্যালটের মাধ্যমেই ভোটগ্রহণের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার শরীয়তপুর জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভেদরগঞ্জ উপজেলায় শিল্পকলা অডিটোরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, 'বর্তমান নির্বাচন কমিশন আগের নির্বাচন কমিশনের মতো বিতর্কিত হবে না। আর নির্বাচন কমিশন সংবিধান অনুসারে সরাসরি সরকারপ্রধানের সঙ্গে

যোগাযোগ করার কোনো সুযোগ নেই। এই কমিশনের আমলে যে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা সুষ্ঠুভাবে অবাদ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।'

তিনি আরও বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটে হলেও আমরা আশা করি, কোনো সহিংসতা ছাড়াই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব দেশের জনগণকে। জনগণ যাতে নিজের পছন্দের যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সংসদে পাঠাতে পারে, সেই সুব্যবস্থা করব।'

জনগণের উদ্দেশে তিনি বলেন, 'আজকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র আপনারা স্কুল, ব্যাংক, বীমাসহ সব সরকারি-বেসরকারি সেবা অতি সহজে পাবেন। নতুন নর্বাচন কমিশনের অধীনে ১১ মাসে ইভিএমের মাধ্যমে সব কয়টি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।'

ফরিদপুর বিভাগীয় (আঞ্চলিক) নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুকের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুর হোসেন খান জানান, 'এ উপজেলায় মোট এক লাখ ৬০ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে