শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক-কর্মচারীদের চেক বিতরণ

স্বদেশ ডেস্ক
  ১০ জুলাই ২০২০, ০০:০০
গাজীপুর সদর উপজেলার নন এমপিও শিক্ষক-কর্মচারীদের চেক বিতরণ করেন ইকবাল হোসেন সবুজ এমপি -যাযাদি

গাজীপুর, নওগাঁর পোরশা ও দিনাজপুরের খানসামায় নন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর : ননএমপিও স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক বুধবার দুপুরে গাজীপুর সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের হলরুমে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ তিনটি ইউনিয়নের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে এ চেক বিতরণ করেন। সদর ইউএনও আব্দুলস্নাহ আল জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম আবু ওবায়দা আলী, ভাওয়াল মির্জাপুর কলেজের অধ্যক্ষ এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশায় নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে বরাদ্দকৃত ৪ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পরে ৭৭ জন নন এমপিও শিক্ষক ও ১০ জন কর্মচারী এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাবৃত্তির চেক ৪ ছাত্রীর মধ্যে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

খানসামা (দিনাজপুর) : দিনাজপুরের খানসামা উপজেলায় নন-এমপিও শিক্ষক কর্মচারীদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম তার কার্যালয়ে উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৫ জন নন-এমপিও শিক্ষক ও কর্মচারীর মধ্যে চেক বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105370 and publish = 1 order by id desc limit 3' at line 1