শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউএনওর বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ১৫ জুন ২০২১, ০০:০০

ত্রাণসামগ্রী নিয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিলেনি তদন্তে। রোববার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান সাংবাদিকদের কাছে এমন তথ্য জানান।

তদন্ত শেষে ইএএনও রুনা লায়লার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বলেন, তদন্তে কোনো অভিযোগেরই সত্যতা পাওয়া যায়নি। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লাকে শোকজ করা হয়েছে মর্মে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সেটিও সঠিক নয় বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুসফিকুর রহমান খান হান্নান জানান, ৩৩৩-এর জরুরি ত্রাণসামগ্রী নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে যেসব অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়।

এটি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে