শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলাগঞ্জে পাথর লুট চক্রের এক সদস্য গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২২, ০০:০০

ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর রাতের আঁধারে লুট হচ্ছে। একটি চক্র প্রতি রাতে ৪০ থেকে ৫০টি বারকি নৌকায় করে পাথর লুট করছে। স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে ও গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহের নির্দেশে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ।

গত শুক্রবার দিনগত রাত ১টার দিকে পুলিশের এই অভিযানে গ্রেপ্তার হয়েছে চোর চক্রের এক সদস্য। উদ্ধার হয়েছে লুণ্ঠিত সাদাপাথরসহ পাথর পরিবহণে নিয়োজিত একটি নৌকা। এ ঘটনায় থানায় ৪ জনের নাম উলেস্নখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩-৪ জনকে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তি হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা নোয়াগাঁও গ্রামের আব্দুলস্নাহর ছেলে মুক্তার হোসেন। এ ছাড়াও মামলায় একই গ্রামের শওকত আলীর ছেলে সায়েদ মিয়া, মিতাই রহমানের ছেরে সাজিদুর রহমান ও হরমুজ আলীর ছেলে সুফিয়ানকে আসামি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে