বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বুয়েট ভর্তি পরীক্ষায় তৃতীয় পাবনা এ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থী

পাবনা প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
বুয়েট ভর্তি পরীক্ষায় তৃতীয় পাবনা এ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থী

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী সুদীপ্ত পোদ্দার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে। সুদীপ্ত পোদ্দার পাবনা শহরের পৌর এলাকার গোপালপুর মহলস্নার ব্যবসায়ী প্রবীর কুমার পোদ্দার ও মিতু পোদ্দার দম্পতির ছেলে।

সাফল্যের ধারাবাহিতায় গেল মেডিকেল ভর্তি পরীক্ষায় সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। বুয়েট পরীক্ষায় এই ধারাবাহিতা রক্ষায় পরিবারের সদস্য, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উচ্ছ্বসিত। সুদীপ্ত পোদ্দার এমন ভালো ফলাফলে সে ও তার পরিবার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে এই কলেজ থেকে আরও পাঁচ শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছে।

সুদীপ্ত জানায়, 'নিজের টার্গেটের দিকে স্থির ছিলাম। পরিবারের সদস্য ও শিক্ষকদের আদেশ-নির্দেশ মেনেছি। তাই হয়তো সফল হতে পেরেছি। আমি আমার পরিবারের সদস্য ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।'

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুব সরফরাজ বলেন, 'এই সফলতা কলেজের একক নয়। মেডিকেল কলেজের পর বুয়েটে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সফলতা আমাদের উচ্ছ্বাসিত করেছে। তারা এমনিতেই মেধাবী শিক্ষার্থী।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে