শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

চক্ষু শিবির

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন হলরুমে রোববার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান মো. ফাজেদ আলীর সভাপতিত্বে চক্ষু শিবির ক্যাম্পের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিলস্নুর।

মতবিনিময় সভা

বামনা (বরগুনা) সংবাদদাতা

বরগুনার বামনায় ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার খন্দকার বাড়ি মাঠ প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসা খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি জাকিরুল ইসলাম জাকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা, খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ।

দোকানে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চৌধুরী হাটে মেসার্স নুর-আমিন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। রোববার সকাল ১১টায় ওই ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ওয়ার্কশপ মালামাল, ক্রোকারিজ মালামাল, গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা, পেট্রল, ডিজেল মবিলসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রতিযোগিতা

তিতাস (কুমিলস্না) সংবাদদাতা

কুমিলস্নার তিতাসে বলরামপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী রোববার বলরামপুর ইউপি মাঠে অনুষ্ঠিত হয়।

বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আইয়ুব মিয়া।

কাজের উদ্বোধন

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নে কাঁচা সড়ক এইচবিবিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে চন্ডিপুর লায়লা মেম্বারের বাড়ি সংলগ্ন এইচবিবি সড়কের মাথা হতে চন্ডিপুর মজিদের বাড়ি পর্যন্ত কাঁচা সড়ক এইচবিবিকরণ কাজের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উপস্থিত ছিলেন তাঁতিবন্দ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, হাটখালি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।

পুলিশিং সভা

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও ইভ টিজিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে ভাঙ্গুড়া থানা কর্তৃক আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাত।

গ্রেপ্তার ১

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মজলিশপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আন্তঃথানা মাদকের সম্রাট মো. হোসেন আলীকে (৪৫) দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে নিকলী থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আলোচনা সভা

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহমুক্ত ও যৌন হয়রানি প্রতিরোধ করার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে এক ঘণ্টার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন প্রভাষক আল আমিন, প্রভাষক পাবেল মিয়া, শিক্ষার্থী সোলায়মান হক, শিক্ষার্থী রুবাইয়া বিনতে তারেক ও শিক্ষার্থী মো. রেদওয়ান।

পুরস্কার বিতরণ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

রানীশংকৈলে উপজেলা পর্যায় ভান্ডরা স্কুল মাঠে রোববার দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আফরিদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85150 and publish = 1 order by id desc limit 3' at line 1