শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
মানুষ মানুষরে জন্য

বস্নাড ক্যানসারে আক্রান্ত বিটুকে বাঁচাতে এগিয়ে আসুন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২১, ০০:০০
বিটু বণিক

বিটু বণিক। ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভূজপুর ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব ভূজপুরের বাসিন্দা। পাঁচ ভাইবোনের মধ্যে একমাত্র ছেলে তিনি। তার পরিবারে রয়েছে মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। পুরোপরিবারের একমাত্র উপার্জনদাতা বিটু বণিক। ৩২ বছরের এই ব্যক্তির বছরখানেক আগে রক্তবমি হলে স্বাভাবিক ভেবে এড়িয়ে যান। গত দু'মাস আগে জানতে পারেন তিনি মরণব্যাধি বস্নাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে চমেক হাসপাতালের বেডে শুয়েই বেঁচে থাকার স্বপ্ন দেখছে বিটু। শরীরে সব রক্ত বের করে নতুন রক্ত দেওয়া হয়েছে। কিন্তু উন্নত চিকিৎসার অভাবে এ রক্ত তার শরীরে বেশিসময় টিকছে না। বিটু এখনো বেঁচে থাকার স্বপ্ন দেখেন। কারণ ছোট ছোট সন্তান ও পরিবার সব কিছুই যে বিটুর দিকে তাকিয়ে। বিটু না থাকলে তার পরিবারের চুলার আগুন জ্বলবে কি করে? বিভিন্ন চিন্তা দুশ্চিন্তার মধ্যে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে বিটুর পরিবার। বিটুকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন। নিজের সেই সক্ষমতা না থাকায় তিনি সহযোগিতা চেয়েছেন সমাজের বিত্তবানদের কাছে। তাকে আর তার পরিবারকে বাঁচাতে এগিয়ে আসুন। সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ : ০১৮১৪-৪৪৪৬৬৫ (বিকাশ, স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে