শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমলাপুরে গার্মেন্টে আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণ

যাযাদি রিপোর্ট
  ২৫ জানুয়ারি ২০২১, ০০:০০
রাজধানীর কমলাপুরে ওলিও অ্যাপারেলস নামের পোশাক কারখানায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। আগুন নেভানোর পর ধ্বংস্ত ূপের মধ্যে প্রয়োজনীয় জিনিস খুঁজছেন কয়েক শ্রমিক -ফোকাস বাংলা

ঢাকার কমলাপুরে একটি পোশাক কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে বিআরটিসি বাস টার্মিনালের কাছে 'ওলিও অ্যাপারেলস' নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার কন্ট্রোলরুমের কর্মকর্তা এরশাদ হোসাইন।

তিনি বলেন, 'ওলিও কারখানার ষষ্ঠতলায় টিনশেড ঘর তোলা হয়েছে, আগুন সেখানেই লেগেছিল।' তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে এরশাদ জানাতে পারেননি।

মতিঝিল থানার পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, ওই ফ্লোরে কারখানার বাতিল কাপড় রাখা হতো। সকালে শ্রমিকরা কারখানায় আসতে শুরু করেন। তখন উপরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গার্মেন্ট কর্তৃপক্ষ জানান, যেখানে আগুন লেগেছে, ঘটনার সময় সেখানে কেউ ছিল না। তাই কীভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে, তা তারা বুঝে উঠতে পারছেন না। তবে বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুন ধরেনি বলে গার্মেন্টের মেনটেইন্যান্স কর্মীরা দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে