বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নতুনধারা
  ২১ জুন ২০২২, ০০:০০
বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে রোববার সকাল নয়টায় সামার সেমিস্টার ২০২২ এ ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের 'ওরিয়েন্টেশন প্রোগ্রাম' অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল শেখ শামীম হোসেন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ডক্টর মো. শাহ আলম, বিজ্ঞান ও মানবিক ডিন অধ্যাপক ডক্টর কাজী খায়রুল ইসলাম, সিইই অনুষদের ডিন অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার মো. রশিদুল ইসলাম, আইন অনুষদের ডিন ডক্টর মো. শহীদুল ইসলাম, প্রক্টর ও সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, অগ্রজ ইইই বিভাগের শিক্ষার্থী তামজীদ, নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সিই বিভাগের শিফাত এবং ব্যবসায় প্রশাসন বিভাগের আফিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমান। অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দীন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে