রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় :ফখরুল

যাযাদি ডেস্ক
  ২২ মার্চ ২০২৩, ০০:০০
বরগুনার বেতাগী উপজেলার বড় মোকামিয়া ইউনিয়নে মঙ্গলবার নূরজাহান গার্লস স্কুল অ্যান্ড কৃষি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -যাযাদি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার নিশ্চয়তা দিতে হবে। তাহলেই দেশ গণতান্ত্রিক ব্যবস্থার ফটক পার হয়ে বড় গণতান্ত্রিক পরিসরে যাবে।

মঙ্গলবার বিকালে বরগুনার বেতাগী উপজেলার বড় মোকামিয়া ইউনিয়নে নূরজাহান গার্লস স্কুল অ্যান্ড কৃষি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় জিয়া শিশু একাডেমির পরিচালক এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের অনেক কাজ করতে হবে। যাতে আমাদের তরুণ প্রজন্ম উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অবদান রাখতে পারে।' এজন্য তিনি বিত্তবানদের গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

জানা গেছে, পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফার মাজার জিয়ারত এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমির পরিচালক এম হুমায়ুন কবীরের মায়ের নামে প্রতিষ্ঠিত নূরজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে তিনি ব্যক্তিগত এ সফরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে