বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
সিনেমা হল নির্মাণ-সংস্কারে ঋণ

চলচ্চিত্র শিল্পের জন্য ৫০০ কোটি টাকার তহবিল : তথ্যমন্ত্রী

যাযাদি রিপোর্ট
  ০২ মার্চ ২০২১, ০০:০০
সচিবালয়ে সোমবার চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ -যাযাদি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, চলচ্চিত্র প্রদর্শন শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। তহবিল হলো একটি প্রণোদনা প্যাকেজ বা লোন। এটি তফসিলি ব্যাংকের মাধ্যেেলান বিতরণ করা হবে।

সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনেমা হল নির্মাণ-সংস্কারে ব্যাংক ঋণ চালুর পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রীকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির ধন্যবাদ জ্ঞাপন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এখানে বাংলাদেশ ব্যাংক স্বল্প সুদে ও সার্ভিস চার্জে অর্থ সিডিউল ব্যাংকে দেবে। তখন সিডিউল ব্যাংকের সঙ্গে তাদের পরিচালনা ব্যয় যুক্ত করে জেলা শহরে ও উপজেলায় সাড়ে ৪ শতাংশ সুদে ভোক্তাদের কাছে এই ঋণ বিতরণ করবে। আর ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরে ৫ শতাংশ সুদে এই ঋণ বিতরণ করা হবে।

৮ বছরের মেয়াদে এক বছরের গ্রেজ প্রিয়ডে ঋণ পরিশোধ করতে হবে। প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চাহিদার ভিত্তিতে প্রয়োজনে দেড় হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারবে বাংলাদেশ ব্যাংক।

তথ্যমন্ত্রী বলেন, এখান থেকে ঋণ শুধু তারাই পাবে যারা সিনেমা হল সংস্কার করতে চায়, বন্ধ সিনেমা হল পুনরায় চালু করতে চায়। অথবা নতুন সিনেমা হল বানাতে চায়। একই সঙ্গে কোনো মার্কেটের ভেতরে যদি কোনো সিনেপেস্নক্স করতে চায় সেক্ষেত্রেও ঋণ দেওয়া হবে।

চলচ্চিত্র অনুদাননির্ভর হয়ে চলতে পারে না বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, আমরা কিছু অনুদান দিই ভালো কিছু ছবি নির্মাণের জন্য। আগে অনুদানের টাকা দিয়ে 'আর্টফিল্ম' হতো এখন বাণিজ্যিক ছবি হচ্ছে। এর সঙ্গে কিছু শর্তও দেওয়া হয়েছে। যেমন- যারা অনুদান দিয়ে সিনেমা বানাবে তাদের কমপক্ষে ১০টি হলে মুক্তি দিতে হবে। সেখানেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সিনেমা হল বন্ধের পেছনে অর্থই কী মূল কারণ না অন্য কোনো কারণ রয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রথমতো সিনেমা হল বন্ধের বহুবিদ কারণ রয়েছে। সিনেমা হল শুধু বাংলাদেশে বন্ধ হয়েছে তা কিন্তু নয়। সিনেমার তীর্থস্থান বোম্বে সিটিতেও অনেক হল বন্ধ হয়ে গেছে ৫-৭ বছরে। কলকাতা শহরেও অনেকগুলো বন্ধ হয়ে গেছে আবার নতুন সিনেপেস্নক্স হবে। সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে সিনেমার মান, মানুষের রুচির পরিবর্তন, অনলাইনে দেখতে পায় সেটাও একটা কারণ।

ক্ষতিগ্রস্তরা প্রণোদনা পাচ্ছে না খাতে সে রককিছু হবে কিনা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, অন্যান্য প্রণোদনার সঙ্গে এটাকে মেলানো ঠিক হবে না। কারণ এখানে ভোক্তা লিমিটেড। এছাড়া বাংলাদেশ ব্যাংক এটাকে নির্দিষ্ট করে দিয়েছে কারা পাবে। সুতরাং ঋণ নিয়ে অন্য ব্যবসা করবে সেটা সম্ভব না।

তিনি বলেন, আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়েছিলাএকজন ভোক্তাকে একটি হলের জন্য ৫ কোটি টাকার বেশি না দেওয়ার জন্য। ধরনের প্যাকেজ যখন ঘোষণা করে তখন বড় বড় ব্যবসায়ী ও বিনিয়োগকারী অনেকেই বেশি ঋণ নিয়ে নেয়। তখন অনেকেই ঋণ পায় না।

কিন্তু ব্যাংক লোন তফসিলি ব্যাংকের মাধ্যমেই দেওয়া হবে। সব নিয়ম-কানুন ও শর্ত পূরণ করেই নিতে হবে। আর ব্যাংকও এগুলো যাচাই-বাছাই না করে দেবে না। এখনে পার্থক্য শুধু এই যে সুদের হার কম। প্রচলিত ৯ শতাংশের স্থানে সাড়ে চার শতাংশ। এই ঋণের এটা হচ্ছে সুবিধা আর একটু দীর্ঘমেয়াদি। সুতরাং এখানে খুব বেশি নয়ছয় করার সুযোগ নেই।

হাছান মাহমুদ বলেন, কেউ টিনের ঘর তুলে ঋণ নেবে সেটা হবে না। আমরা সে বিষয়ে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখব। এই ঋণ শিগগিরই কার্যকর হবে। ইতোমধ্যে সব তফসিলি ব্যাংকে চিঠি চলে গেছে। যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা নিয়ে ভোক্তাদের কাছে ঋণ দিতে পারবে। তারা জানানোর পরপরই সেসব ব্যাংকে আবেদন করে ঋণ নেওয়া যাবে। পরে আপনাদের জানানো হবে কোন কোন ব্যাংক থেকে ঋণ দেওয়া হবে।

তিনি বলেন, আশা করি এটি হলে অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু হবে। বেশিরভাগ সিনেসা হলের আধুনিকায়ন প্রয়োজন কারণ মানুষের রুচির পরিবর্তন হয়ে গেছে। তার সঙ্গে খাপখাইয়ে সিনেমা হল সাজাতে হবে। তা না হলে মানুষ যাবে না। সুতরাং আধুনিকায়নের জন্য ঋণ সুবিধা কাজে লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে