শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীর সাইফউদ্দিন ইনজুরিতে

অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছে। এখন সে আমাদের দলের ফিজিও ও বিসিবির মেডিকেল বিভাগের অধীনে আছে। বিসিবির প্রটোকল মেনে চিকিৎসা চলবে। সোমবার এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারব। হান্নান সরকার
ক্রীড়া প্রতিবেদক
  ২৩ নভেম্বর ২০২০, ০০:০০
পায়ের ইনজুরিতে পড়ে ক্র্যাচে ভর করে রোববার মিরপুর স্টেডিয়াম ত্যাগ করছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন -ওয়েবসাইট

বঙ্গবন্ধু টি২০ কাপকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে দলগুলো। দীর্ঘক্ষণ অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক-সাকিব-তামিম-রিয়াদরা। নিজের পারফর্মের সঙ্গে দলের হয়ে ইতিবাচক ফলের লক্ষ্য রাজশাহীর আশরাফুলের। রোববার অনুশীলন করতে দলের সঙ্গে যথারীতি মাঠে এসেছিলেন মিনিস্টার গ্রম্নপ রাজশাহীর ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। এসেই বড় বিপদের সম্মুখীন হয়েছেন এই টাইগার অলরাউন্ডার। ইনজুরিতে পড়েছেন তিনি। এতে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল মিনিস্টার গ্রম্নপ রাজশাহী। তাদের সেরা তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন অনুশীলনে চোট পেয়েছেন। টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার শেষবারের মতো অনুশীলন করবে দলগুলো। স্ক্র্যাচে ভর দিয়ে সাইফউদ্দিনের হেঁটে হেঁটে টিম বাসে ওঠা। দূর থেকেই রাজশাহী কর্তাদের নীরব চোখে অবলোকন। যেন চিন্তার ভাঁজ। ড্রাফটে যে 'এ' ক্যাটাগরির মাহমুদউলস্নাহ-মুস্তাফিজদের ছাপিয়ে প্রথমবারেই এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল পদ্মা পাড়ের রাজশাহী। এই দৃশ্যটি বাদ দিলে বাকি আর সবই হয়েছে প্রত্যাশা মতোই। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। দলটির প্রধান কোচ সারওয়ার ইমরান নিশ্চিত করেছেন এই খবর, 'অনুশীলনের সময় ও গোড়ালিতে চোট পেয়েছে। এখনো বোঝা যাচ্ছে না চোট কতটা গুরুতর। পরীক্ষা-নিরীক্ষার পর বলতে পারব।' মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমকে রাজশাহীর আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল জানান, 'অনুশীলনের শুরুর দিকে হালকা ফুটবল খেলতে গিয়েই এমন চোট পান সাইফউদ্দিন, আপডেটটা তো আমিও জানি না। আমরাও পরিষ্কার না (চোট কতটা গুরুতর)। যেটা হয়েছে, হালকা ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে গোড়ালিতে ব্যথা পেয়েছে।' দলের ম্যানেজার হান্নান সরকার জানান, সোমবার এই অলরাউন্ডারের চোটের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন তারা, 'অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছে। এখন সে আমাদের দলের ফিজিও ও বিসিবির মেডিকেল বিভাগের অধীনে আছে। বিসিবির প্রটোকল মেনে চিকিৎসা চলবে। সোমবার এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারব।' পরিকল্পনায় কোনো ঘাটতি রাখতে চায়না তামিম ইকবালের ফরচুন বরিশাল। অনুশীলনে সবার আগে এলেও এ দিনও তারা প্র্যাক্টিস সেড়েছে টিম জার্সি ছাড়াই। এ দিনও জেমকন খুলনার অনুশীলনের মধ্যমণি ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিজয়-রিয়াদরা মেতেছেন খুনসুটিতে। শুধু নামের ভারিক্কিতেই নয়, টিম অ্যাফোর্ডেই ম্যাচ বাই ম্যাচ জিততে চায় জেমকন। দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। রানিংয়ের সঙ্গে দলটি সেরেছেন বোলিং সেশনও। কোচ খালেদ মাহমুদ সুজন আলাদাভাবে কাজ করেছেন পেসারদের সঙ্গে। বিপিএলের পরিবর্তে আয়োজিত এই টুর্নামেন্টটি দেশি আর অভিজ্ঞদের জন্য জাতীয় দলে ফেরার দারুণ এক সুযোগ। মানছেন মোহাম্মদ আশরাফুল। আশাবাদী তার দল রাজশাহী নিয়েও। মিনিস্টার গ্রম্নপ রাজশাহীর ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, 'যেহেতু খেলাটা হচ্ছে আমাদের লোকাল খেলোয়াড় নিয়ে তো আমাদের যে ১৬ জনকে নেওয়া হয়েছে তারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে।' আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচ দলের বঙ্গবন্ধু টি২০ কাপ। সেদিন একদম প্রথম ম্যাচেই বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলবে রাজশাহী। মিনিস্টার গ্রম্নপ রাজশাহী স্কোয়াড : মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে