বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ক্লান্তি ছেয়ে গেছে মুস্তাফিজের ওপর

ক্রীড়া প্রতিবেদক
  ০৯ মে ২০২১, ০০:০০
বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পেসার মুস্তাফিজুর রহমান। ঢাকার কাওরান বাজারে পাঁচ তারকা হোটেলে বিষণ্ন এক মুহূর্তে কাটার মাস্টারখ্যাত বাংলাদেশ দলের নির্ভরযোগ্য বোলার -ওয়েবসাইট

আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বিশেষ ব্যবস্থায় সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ভারত থেকে ফেরায় সরকারি নির্দেশনা অনুযায়ী, দুজনই এখন আছেন ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। লম্বা সময় ঘরবন্দি থাকতে হবে বলে আইপিএলে ছন্দে থাকা বাঁ-হাতি পেসার মুস্তাফিজ চিন্তিত। কারণ চলতি মাসের শেষদিকে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে পড়তে পারে নেতিবাচক প্রভাব। জৈব সুরক্ষা বলয়ের চাপে ক্লান্তি ভর করেছে মুস্তাফিজের ওপর। আইপিএল শেষ হওয়ার পর চার্টার্ড ফ্লাইটে দেশে এসে ১৪ দিনের কোয়ারেন্টিনে। সব মিলিয়ে রীতিমতো হাঁফিয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন এই পেসার।

আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে মুস্তাফিজ বলেন, 'আমি খুব ভালো ছন্দে আছি। কিন্তু কোয়ারেন্টিনে যদি এরকম লম্বা সময় থাকতে হয়, তাহলে সমস্যায় পড়ব। আমি ঘরে থেকে যতই কাজ করি না কেন, পরিশ্রম করি না কেন, সেটা বাইরে অনুশীলনের চেয়ে আলাদা। আমার বোলিংয়ের ক্ষেত্রে আমি ছন্দে থাকার উপর নির্ভর করি। কিন্তু সরকার যে নিয়ম করেছে, ভালো মনে করেই করেছে, সেখানে আমাদের কোয়ারেন্টিনে থাকতে হবে এতগুলো দিন। সেক্ষেত্রে আমি এখন যে ছন্দে আছি বা ছিলাম, সেটা হয়তো থাকবে না। ফলে কিছুটা সমস্যায় পড়ব।'

তিনি বলেন, 'এটা খুবই ক্লান্তিকর (একটানা জৈব সুরক্ষা বলয়ে থাকা), এবং এটা দিন দিনই কঠিন হয়ে যাচ্ছে। হোটেল রুম আর মাঠ...আপনি কতক্ষণ একই রুটিন মেনে চলতে পারবেন? সবকিছুই একই রকম, আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল। সবার জন্যই ব্যাপারটা কঠিন হয়ে যাচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে