শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেরে মৌসুম শুরু রিয়ালের

ম ক্রীড়া ডেস্ক
  ২৭ জুলাই ২০২১, ০০:০০

নতুন মৌসুম শুরুর আগে ফুটবলারদের ঝালিয়ে নেওয়ার জন্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করছে ইউরোপের ক্লাবগুলো। এতে একদিকে যেমন প্রস্তুতি নেওয়ার সুযোগ, অন্যদিকে দলের শক্তি সম্পর্কে ধারণাও নেওয়া হয়ে যাচ্ছে। কিন্তু প্রস্তুতি পর্বেই ঘটছে নানান অঘটন। প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে স্কটল্যান্ডের লিগে নবম হওয়া দল র?্যাঞ্জার্সের বিপক্ষে হেরে শুরু করেছে তারা।

রোববার রাতে গস্নাসগোতে পুঁচকে স্কোটিশ ক্লাব র?্যাঞ্জার্সের কাছে ২-১ গোলে হেরেছে ফুটবল ইতিহাসের ঐতিহ্যবাহী স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন রদ্রিগো। জয়ী দলের হয়ে গোল দুটি করেন ফ্যাশন সাকালা ও কেড্রিক ইটেন।

আগামী ৮ আগস্ট প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

চলতি গ্রীষ্মে এটা রিয়ালের তৃতীয় ম্যাচ। তবে আগের দুটি ম্যাচ ছিল নিতান্তই নিজেদের ঝালিয়ে নেওয়ার। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এদিনই প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে খেলে রিয়াল। ম্যাচে বেঞ্চ পরীক্ষাটা ভালোভাবেই করেছেন তিনি। দুর্বল র?্যাঞ্জার্সের কাছে হারে নিজের ডিফেন্স ও ফিনিশিং নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়েছেন আনচেলত্তি। বেশ কিছু সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছে তাদের ফরোয়ার্ডরা।

ম্যাচের শুরু থেকেইর্ যাঞ্জার্সের রক্ষণভাগকে চাপে রাখে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ। এরই সুবাদে ম্যাচের ৮তম মিনিটেই প্রথম গোলের দেখা পায় মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে