বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কমলো প্রিমিয়ার লিগের ভেনু্য

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০
কমলো প্রিমিয়ার লিগের ভেনু্য

ঢাকাসহ এবার সাত ভেনু্যতে প্রিমিয়ার ফুটবল লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ কমিটি। তবে করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। শনিবার প্রফেশনাল লিগ কমিটির জরুরি সভায় চার ভেনু্যতে লিগ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। তবে লিগ পূর্ব নির্ধারিত ৩ ফেব্রম্নয়ারি থেকেই মাঠে গড়াচ্ছে।

যে চার ভেনু্যতে খেলা শুরু হবে, সেগুলো হচ্ছে-বসুন্ধরা কিংস কমপেস্নক্স, টঙ্গীর শহীদ আহসান উলস্নাহ মাস্টার স্টেডিয়াম, মুন্সীগঞ্জের বীর শ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম এবং বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। আগের সাত ভেনু্যর তালিকায় ছিল না বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। এবার ঢাকার এই ভেনু্যটিতে হবে প্রিমিয়ার লিগ। আপাতত ভেনু্যর তালিকা থেকে বাদ পড়েছে রাজশাহী স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম এবং কুমিলস্নার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম। করোনার প্রকোপ কমে গেলে আবার দূরের ভেনু্যতে খেলা শুরু হবে বলে জরুরি সভা শেষে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে