বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নতুন গন্তব্যে ইউরোপের তারকা ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক
  ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
নতুন গন্তব্যে ইউরোপের তারকা ফুটবলাররা

শুরু হয়ে গেছে ইউরোপের শীতকালীন দলবদলের নতুন মৌসুম। যেখানে বড় করে আলোচনায় আছেন কিলিয়ান এমবাপে, রাফায়েল ভারানে, দাভিদ দে হেয়া, ভিক্টর ওসিমেনসহ একাধিক তারকা ফুটবলার। ২০২৪ সালের জানুয়ারিতেই যারা পাড়ি দিতে পারেন নতুন গন্তব্যে। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইউরোপের দলবদলের শীতকালীন মৌসুম। পুরো জানুয়ারি মাস জুড়েই থাকবে যার ব্যস্ততা। সেরা পাঁচ লিগে এ দলবদলের পর্দা নামবে ১ ও ২ ফেব্রম্নয়ারি। এবারের দলবদলের মৌসুমে সবচেয়ে বেশি আলোচনায় ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এ স্ট্রাইকারকে দলে নেওয়ার জন্য এরই মধ্যে সব আয়োজন করেছে রিয়াল মাদ্রিদ। গেল দুই বছর ধরে ফরাসি তারকাকে দলে নেওয়ার জন্য চেষ্টা করছিল লস বস্ন্যাঙ্কোরা। এখনো সেটা সম্ভব না হলেও হাল ছাড়েনি রিয়াল। নতুন বছরের জানুয়ারিতে ফ্রান্স অধিনায়ককে চুক্তিবদ্ধ করতে আশাবাদী মাদ্রিদের ক্লাবটি। আগামী ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এমবাপের। প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়ানোর সুযোগ থাকা সত্ত্বেও এমবাপে আগামী কয়েক মাসে পিএসজি ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা জোরালো বলে জানিয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু সংবাদমাধ্যম। এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহেই এমবাপের সঙ্গে যোগাযোগ করবে রিয়াল। এই বিষয়ে এমবাপের মায়ের সঙ্গে কথা বলবে স্প্যানিশ ক্লাবটি। তারা প্রস্তাবে রাজি থাকলে একই সপ্তাহেই এমবাপের সঙ্গে চুক্তি করবে রিয়াল। গণমাধ্যমের খবর অনুযায়ী এমবাপেকে প্রতিবছর ২৬ মিলিয়ন ইউরো বেতনে দেওয়া হবে। যা রিয়ালে অন্য যে কোনো ফুটবলারের তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়া রিয়ালে আসলে সাইনিং বোনাস হিসেবে এমবাপে পাবেন ১৩০ মিলিয়ন ইউরো। আগের মৌসুমগুলোতে যা নাটক হয়েছে তাতে এমবাপের দলবদল নিয়ে কিছুটা সংশয় থাকতে পারে। তবে এবার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া একপ্রকার নিশ্চিত ফরাসি সেন্টারব্যাক রাফায়েল ভারানের। আগামী জুনে তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ইউনাইটেডের। যদিও শর্ত অনুযায়ী তাকে আরও এক বছর দলে রাখতে পারবে ইংলিশ জায়ান্টরা। তবে তারা সে চুক্তির পথে হাঁটছে না। বয়স ৩০ হলেও বারবার ইনজুরি আর উচ্চ মজুরির কারণে তাকে চলতি জানুয়ারিতেই ছেড়ে দিতে চায় রেড ডেভিলরা। তার ওপর রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও সৌদি প্রো লিগের একাধিক ক্লাব তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। তাকে ভালো দামে বিক্রি করে নিজেদের ফান্ড বড় করারও একটা সুবর্ণ সুযোগ ইউনাইটেডের সামনে। এদিকে গত দলবদলের মতো এবার আলোচনায় নাপোলির ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। যদিও গত মাসে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এ নাইজেরিয়ান। তবে ইতালির বেশকিছু গণমাধ্যম বলছে, তাকে বিক্রি করার উদ্দেশে ১২০ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ ধরেছে নাপোলি। যেটা পেলে তাকে ছেড়েও দিতে পারে নাপোলি। বেশ লম্বা সময় ধরেই ওসিমেনকে দলে ভেড়ানোর চেষ্টা করছে আর্সেনাল ও চেলসি। যদিও দলের প্রধান তারকা তারপরও ভালো অর্থ পেলে জানুয়ারিতে তাকে ছেড়ে দিতে পারে নাপোলি। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকে সাত মাস ক্লাবহীন স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে হেয়া। ৩৩ বছর বয়সি এ গোলরক্ষককে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানসহ সৌদি আরবের একাধিক ক্লাব। আগ্রহ প্রকাশ করেছে নিউক্যাসল ও নটিংহ্যাম ফরেস্টও। তবে কোনো তাড়াহুড়ো করছেন না হেয়া। সঠিক সময়ে সঠিক ক্লাবের অপেক্ষায় আছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে