শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াই হাজার টাকায় মিলল ১০ লাখ টাকার বীমা দাবি

যাযাদি রিপোর্ট
  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

বেসরকারি জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্সু্যরেন্স থেকে গ্রম্নপ বীমা পলিসি গ্রহণ করে পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড। গ্রম্নপ বীমা করার পর পেট্রোম্যাক্স এলপিজির কর্মকর্তা মো. মকসেদুর রহমান মারা যাওয়ায় পলিসির শর্তানুযায়ী ১০ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে কোম্পানিটি। এই পলিসির বিপরীতে প্রিমিয়াম দেওয়া হয়েছিল দুই হাজার ৫০০ টাকা।

মো. মকসেদুর রহমান পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের জুনিয়র এক্সিকিউটিভ (এইচআর) ছিলেন। তার মৃতু্য দাবির ১০ লাখ টাকার চেক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব এইচআর লুতফুন নাহার। এক অনুষ্ঠানের মাধ্যমে জেনিথ লাইফের ভাইস চেয়ারম্যান ও ইয়ুথ গ্রম্নপের চেয়ারম্যান রেজাকুল হায়দার এই চেক তুলে দেন বলে মঙ্গলবার জানান বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

তিনি জানান, ২০২০ সালের ৯ অক্টোবর পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের কর্মকর্তা মো. মকসেদুর রহমান মংলা থেকে খুলনা যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃতু্যবরণ করেন। বীমা দাবির সব কাগজপত্র হাতে পাওয়ার মাত্র চার দিনের মধ্যে তা নিষ্পত্তি করা হয়। গ্রম্নপ বীমা চুক্তির আওতায় মাত্র দুই হাজার ৫০০ টাকা প্রিমিয়ামে ১০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

এস এম নুরুজ্জামান আরও জানান, ২০২০ সালে জেনিথ লাইফ ১৩টি মৃতু্য দাবি বাবদ ১১ লাখ ৬১ হাজার টাকা, আটি গ্রম্নপ বীমার দাবি বাবদ ২৮ লাখ ৮২ হাজার টাকা, হাসপাতাল বীমার সাতটি দাবি বাবদ এক লাখ চার হাজার টাকা, ৫৪৭টি এসবি বাবদ এক কোটি ৬১ লাখ টাকা এবং ১৭টি সারেন্ডার বাবদ দুই লাখ ২২ হাজার টাকা এবং প্রথম একক প্রদান বীমা বাবদ এক লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে