শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ কার্যদিবসে ২৩৬ কোটি টাকার লেনদেন বেক্সিমকোর

যাযাদি রিপোর্ট
  ১১ এপ্রিল ২০২১, ০০:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের লেনদেনে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৮৯০টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২৩৬ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১০ দশমিক ১৮ শতাংশ। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন কমেছে ৩ দশমিক ২০ শতাংশ।

লেনদেন এর পরেই দ্বিতীয় অবস্থানে রবি আজিয়াটা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৫৩ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার টাকার ৩ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৪৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে মোট লেনদেনের ৬ দশমিক ৬০ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আগের সপ্তাহের তুলনায় ওই সময় রবির লেনদেন বেড়েছে ৩ দশমিক ১৩ শতাংশ। গত সপ্তাহের লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৫ দশমিক ১৫ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১ কোটি ৬৪ লাখ ৮ হাজার ৭২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিকমূল্য ১০২ কোটি ৩ লাখ ৩৩ হাজার টাকা। এ সময়ের মোট লেনদেনের ৪ দশমিক ৩৯ শতাংশই ছিল কোম্পানিটির দখলে।

মোট লেনদেনের ৩ দশমিক ১২ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৪০ লাখ ৩৩ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭২ কোটি ৫০ লাখ ১৬ হাজার টাকা। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন কমেছে ৩ দশমিক ৬৩ শতাংশ। তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে প্রভাতী ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন বেড়েছে ৩২ দশমিক ২৯ শতাংশ। আর এক্সচেঞ্জটির মোট লেনদেনের ২ দশমিক ৮৯ শতাংশ ছিল কোম্পানিটির দখলে।

লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির ৬৬ কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকার ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১৩০টি শেয়ার লেনদেন হয়েছে। এ সপ্তাহে কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমেছে ২ দশমিক ১৭ শতাংশ। আর মোট লেনদেনের ২ দশমিক ৮৫ শতাংশই ছিল প্রতিষ্ঠানটির দখলে।

গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড ও দেশ জেনারেল ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে