শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ই-পেমেন্ট সিস্টেম বশঢ়ধু-এ রাকাবের সেবা প্রদান এবং রাকাব মোবাইল অ্যাপে ফ্রি-ইন্টারনেট সেবা কার্যক্রম উদ্বোধন

নতুনধারা
  ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
ই-পেমেন্ট সিস্টেম বশঢ়ধু-এ রাকাবের সেবা প্রদান এবং রাকাব মোবাইল অ্যাপে ফ্রি-ইন্টারনেট সেবা কার্যক্রম উদ্বোধন

শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহী অডিটরিয়ামে অংঢ়রৎব :ড় ওহহড়াধঃব (ধ২র) প্রোগ্রামের কেন্দ্রীয় ই-পেমেন্ট সিস্টেম বশঢ়ধু-এর মাধ্যমে রাকাবের সেবা প্রদান এবং রাকাব মোবাইল অ্যাপে ফ্রি-ইন্টারনেট সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উলস্নাহ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. রইছউল আলম মন্ডল; এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোলস্না মিজানুর রহমান; বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক রুপ রতন পাইন। অনুষ্ঠানে রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক; ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক; মহাব্যবস্থাপক; প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক/বিভাগীয় প্রধান; সিবিএ-এর নেতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মোহাম্মদ সলীম উলস্নাহ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রাকাবের অগ্রগতির ভূয়সী প্রসংসা করেন। তিনি আশা করেন যে বিশেষায়িত ব্যাংকটি তার মানসম্পন্ন, সম্ভাবনাময় ও কল্যাণমুখী সেবা প্রদানের মাধ্যমে শিগগিরই সফলতা অর্জন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রইছউল আলম মন্ডল বলেন, 'অংঢ়রৎব :ড় ওহহড়াধঃব (ধ২র) প্রোগ্রামের কেন্দ্রীয় ই-পেমেন্ট সিস্টেম বশঢ়ধু-এর মাধ্যমে রাকাবের সেবা প্রদান এবং রাকাব মোবাইল অ্যাপে ফ্রি-ইন্টারনেট সেবা কার্যক্রমের সংযোজনের মধ্য দিয়ে অনগ্রসর এলাকায় আধুনিক ব্যাংকিং সেবাদানে রাকাব আরও একধাপ এগিয়ে গেল।'

এর ফলে গ্রাহকরা নিরবচ্ছিন্ন ই-ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, 'কৃষি ও গ্রমীণ অবকাঠামো উন্নয়ন, দেশের খাদ্য নিরাপত্তা ও পলস্নী কর্মসংস্থান সৃষ্টিতে রাকাব বিশেষ ভূমিকা পালন করছে। কৃষকের দোরগোড়ায় অনলাইন ব্যাংকিং ও স্মার্ট মোবাইল অ্যাপভিত্তিক ব্যাংকিং সুবিধা প্রদানে রাকাব অঙ্গীকারাবদ্ধ।' সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে