শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না‌নিয়াচরে বঙ্গবন্ধু ম‌্যারাথন প্রতিযো‌গিতা অনুষ্ঠিত

না‌নিয়ারচর প্রতি‌নিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রহমা‌নের জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত‌্যার্বতন দিবস উপলক্ষে

রাঙ্গামা‌টি জেলার না‌নিয়ারচর উপজেলায় রি‌জিয়ন কর্তৃক আ‌য়ো‌জিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম‌্যারাথন‘ প্রতিযো‌গিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) সকাল ৮ টায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নানিয়ারচর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)।

ম‌্যারাথন প্রতি‌যো‌গিতার দ্বিতীয় ধা‌পে অংশগ্রহণ ক‌রে হাজা‌রের অধিক নারী পুরুষ প্রতিযো‌গি।

না‌নিয়ারচর সরকারি ম‌ডেল উচ্চ বিদ‌্যাল‌য় থে‌কে শুরু হয়ে না‌নিয়ারচর সেতু থে‌কে ম‌্যারাথন প্রতি‌যো‌গিরা আবার ফি‌রে যান না‌নিয়ারচর সরকারি ম‌ডেল উচ্চ বিদ‌্যাল‌য়ে। এতে প্রায় ৫‌ কি‌লো‌মিটার ম‌্যারাথন শে‌ষে ক‌রে প্রতি‌যো‌গিরা।

সরকা‌রি ,বেসরকা‌রী ,রাজ‌নৈ‌তিক,সাংবা‌দিক,কারবা‌রি,হেডম‌্যান ব‌্যক্তিসহ সকল এস্তরের মানুষ অংশগ্রহণ ক‌রেন।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি থেকে বুথ স্থাপনের মাধ্যমে ম্যারাথন প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করা হয়। এতে সবচেয়ে চোখের পরার মতো বিষয় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ এ উপজাতি নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

ম‌্যারাথন প্রতি‌যো‌গিতা শে‌ষে প্রথম দশজনকে মে‌ডেল এবং সা‌র্টিফি‌কেট প্রদান করা হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছি‌লেন, উপ‌জেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি, উপ‌জেলা চেয়ারম‌্যান প্রগ‌তি চাকমা, ভাইস চেয়ারম‌্যান নুরজামাল হাওলাদার, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান আসমা আক্তার, আওয়ামী লীগের ‌সভাপতি আব্দুল ওহাব হাওলাদারসহ আরও উপস্থিত ছি‌লেন গণ্যমান্য ব‌্যক্তিবর্গ।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে