শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​মানিকগঞ্জে করোনার ২য় ডোজ টিকা গ্রহন শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২১, ১৯:৪৩

মানিকগঞ্জ জেলা শহর সহ জেলার সাতটি উপজেলায় করোনা টিকার ২য় ডোজ গ্রহন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় নার্সিং কলেজে আয়োজিত টিকাদান কেন্দ্রে মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএস ফেরদৌস,পুলিশ সুপার রিফাত রহমান শামীম,সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন অখন্দ টিকা গ্রহন করে ২য় ডোজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর জেলার অনান্য সরকারী কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দরা করোনার টিকা গ্রহন করেন।

মানিকগঞ্জ সিভিল সার্জন সুত্রে জানা গেছে,মানিকগঞ্জে প্রথম ধাপের পর ২য় ধাপের জন্য ৩০ হাজার করোনার টিকা হাতে পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার প্রথমদিনে ৬৪২ জন করোনার ২য় ডোজ টিকা গ্রহণ করেছেন।

এছারা গতকাল বুধবার পযন্ত জেলার সাতটি উপজেলায় ৪৭ হাজার ৩শত ৪০ জন মানুষ করোনার প্রথম ডোজ টিকা গ্রহন করেছেন।

মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, দ্বিতীয় ডোজ টিকার পাশাপাশি প্রথম ডোজ টিকাও প্রদান করা হবে। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে শরীরে করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী হবে। টিকা গ্রহন করার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে