শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​বোয়ালমারীতে লকডাউনেও আক্রান্তের সংখ্যা ঊর্ধগতি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  ২৫ জুন ২০২১, ১২:২০

ফরিদপুরের বোয়ালমারীতে লকডাউনেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ২১ জুন থেকে কঠোর লকডাউনের চারদিন পরও কমছে না শনাক্তের সংখ্যা। তবে কঠোর লকডাউনের মধ্যে জরুরি কাজে বাইরে বের হওয়া পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ মানুষই মাস্ক পরিধান করছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, বৃহস্পতিবার (২৪ জুন) বোয়ালমারীতে আরও একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে গত পাঁচদিনে এ উপজেলায় ৩ জনের মৃত্যু হয়েছে।

ডা. খালেদ আরও জানান, ২২ জুন বোয়ালমারীতে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। ২৩ জুন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩৬ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে ২৩ জনই করোনা পজিটিভ। পরদিন ২৪ জুন উপজেলার ২৯ জনের নমুনা সংগ্রহ করা হলে এন্টিজেন টেস্টে ১৫ জন পজিটিভ হন। বাকি ১৪ জনের পিসিআর টেস্টের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত বোয়ালমারী উপজেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৩৭ জন। তিন দিনে করোনা রোগীর সংখ্যা বেড়েছে ৭৪ জন।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে