শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​ নেত্রকোনায় ডেঙ্গুরোধে সচেতন থাকতে হবে : মেয়র নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৯ জুলাই ২০২১, ১৭:৫২

নেত্রকোনা পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় ফগার স্প্রে’র মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিছন্নতা কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক-১ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান।

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম, সংরক্ষিত নারী কাউন্সিলর শিমুল চৌধুরী বেবী, শামীম আরা খানম শিল্পী, পৌর কাউন্সিলর শামীম রেজা সরল খান, শাকিল ঢালী, পৌর সচিব মোহাম্মদ ফারুক ওয়াহিদ, সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম হাওলাদার মিলন, বস্তি উন্নয়ন কর্মকর্তা জহিরুল হক খান টিপু, ট্যাক্স আদায়কারী কামরুল হাসান মামুন, সৌরভ চৌধুরী ধ্রুব প্রমুখ।

কর্মসূচীর উদ্ধোধনকালে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমগ্র পৌর এলাকার প্রতিটি বাসা-বাড়ি, রাস্তা-ঘাট পরিস্কার পরিছন্ন রাখতে হবে। সেই লক্ষ্যে সকলকে সচেতন থাকতে হবে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে