শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​হরিপুরে ইউপি নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থীর মিছিল

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২১, ২০:৪৮

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ধার্য তারিখ ছিল।

প্রার্থী যাচাই-বাছাইয়ের দিন উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম নির্বাচন বিধিনিষেধ অমান্য করে ২১ অক্টোবর দুপুর ১২.২৮ মিনিটে উপজেলার প্রধান গেটের সামনে দিয়ে রাস্তায় নির্বাচনী মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১০ অতঃপর উক্ত বিধিমালায় বলা হয়েছে, ‘কোনো ট্রাক, বাস, মোটর সাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা অন্য কোনো প্রকারের মিছিল বাহির করিতে পারিবে না কিংবা কোনোরূপ শোডাউন করিতে পারিবে না৷ কেউ যদি তা লঙ্ঘন করে তাহলে তাকে ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা অর্থ জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।’

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মিছিল করার বিষয়ে ৫নং হরিপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ধার্য তারিখ ছিল। আমিও এসেছিলাম নির্বাচন অফিসে। আজ আমার কাগজপত্র যাচাই-বাছাই শেষে আমার প্রার্থিতা ফাইনাল হলো ৷ আমার সাথে কিছু ছেলে ছিল। তাই তারা একটু আনন্দ করেছে।’

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানের কাছে মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি৷

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসার আব্দুল করিমের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, নির্বাচনী বিধিনিষেধ ভঙ্গের জন্য কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ অথবা তথ্য প্রমাণ পেলে সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে