দিনাজপুরের ঘোড়াঘাটে সুজাতা রানী (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। তিনি ঘোড়াঘাট উপজেলার কালুপাড়া জেলে পাড়া গ্রামের শ্রী অন্তর দেবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে প্রতিবেশী এক মহিলা বাড়িতে গিয়ে ঘরের বাঁশের তীরের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় সুজাতার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের কে জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ঘোড়াঘাট থানার এস আই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স দুপুর ২ টার দিকে ঐ গৃহবধূর লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর - ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজিব ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হাসান কবির সহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে হাকিমপুর - ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজিব জানান, লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা ও থানায় একটি ইউডি মামলা হয়েছে।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd