সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নবাবগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ১৪ জুন ২০২৩, ১৪:৫৯
আপডেট  : ১৪ জুন ২০২৩, ১৫:০৩

“ মানবতার হাত বাড়িয়ে করবো রক্তদান নিজের রক্ত অন্যের শিরায় বাঁচবে শত প্রাণ” এই স্লোগানকে ধারণ করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা ব্লাড পয়েন্ট বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করে। এছাড়াও উপজেলার অন্যান্য ব্লাড পয়েন্ট এই দিবসটি পালন করেন।

বুধবার সকাল নয়টায় শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে শোল্লা বাজার পর্যন্ত র‌্যালী করে। র‌্যালীর শেষে বিদ্যালয়ের প্রাঙ্গনে জনসচেতনামূলক ও রক্ত দানে উৎসাহিত করা হয় ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষদের মধ্যে।

শোল্লা ব্লাড পয়েন্টের মুখপাত্র মো. ওমর ফারুকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন খাঁন, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংকের কর্মকর্তা এমারত খান, হূমায়ন আহাম্মেদ,মাহমুদুল হক রাসেল ও সারোয়ার হোসেন সম্রাট। আরো উপস্থিত ছিলেন লেলিন আহাম্মেদ রাসেল, মো. রনি, ওমর ফারুক শারিফি, জাহিদুল ইসলাম, জাকির হোসেন রাসেদ,মাসুদুর রহমান সুমন, আলীনূর ইসলাম মিশু সহ অন্যান্যব্লাড পয়েন্টের সদস্যরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে