সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সাটুরিয়ায় দুগ্ধ খামারিদের নিয়ে উত্তম চর্চা বিষয়ক প্রশিক্ষণ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ১৬ জুন ২০২৩, ১৫:৩০

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দুগ্ধ খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েেেছ।

আজ শুক্রবার (১৬ জুন) সকাল ১১টার দিকে সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাঠে দ্ইু দিনব্যাপি প্রশিক্ষণের প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে মানিকগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) খায়রুন্নাহার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খোকন হোসেন প্রমুখ।

বক্তারা খামারিদের উদ্দেশ্যে দুগ্ধ খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা বিষয়ক বিভিন্ন দিক তোলে ধরেন। এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৯টি ইউনিয়নের ৮০ জন খামারি অংশ গ্রহণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে