সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পানছড়িতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন  

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৬ জুন ২০২৩, ১২:৩৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাংচুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিড়ে ফেলায় স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি জেলার পানছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধারা।

আজ সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ পানছড়ি ইউনিট এর আয়োজনে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সম্মুখে মানববন্ধনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে আঘাত করা মানে দেশের স্বাধীনতার উপর আঘাত করা। স্বাধীনতার ৫০ বছর পরও পরাজিত শক্তি দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। জাতির পিতার মুর‌্যালসহ স্বাধীনতার ওপর আঘাত হানা কুলাঙ্গারদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই সময় মুক্তিযোদ্ধা আলী আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মনিরুজ্জামান, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমান্ডর হারুনুর রশিদ প্রমূখ।

মানববন্ধন শেষে দোষীদের শাস্তির দাবিতে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের মাধ্যমে প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ মুক্তযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বরাবর স্বারকলিপি প্রদান করেন।

প্রসঙ্গত, গত ১৪ জুন শিল্প নগরী চট্টগ্রাম এর জামালখানে বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাংচুর করে দুষ্কৃতিকারীরা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে