শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মির্জাগঞ্জে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ভস্মীভূত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৮

পটুয়াখালীর মির্জাগঞ্জে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে মহিষকাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানসহ বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় আরও দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয়রা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘটনার সময় মাজেদা বেগম (২৮) নামে স্থানীয় এক বাসিন্দা বাসার বাহিরে নামলে পার্শ্ববর্তী বিসমিল্লাহ অটো হাউজ এন্ড মটর ওয়ার্কশপ নামের একটি দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় সে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস টিম ছুটে এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বাজারের আরও দুইটি বসতঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান রবিন ইলেকট্রনিকস ও ফার্নিচার মার্ট (সামনে দোকান, পিছনে বসতঘর) আগুনে পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। এছাড়াও পাশে থাকা আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান জানান, আগুনে বাজারের তিনটি ঘর পুরোপুরি ভষ্মিভূতসহ দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

মির্জাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো.মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। মোমবাতি অথবা বিড়ি-সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আনুমানিক ১৩-১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে