শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সন্দ্বীপে হিফজুল কুরআন প্রতিযোগিতা 

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৪, ১৪:০২

চট্টগ্রামের সন্দ্বীপে ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শিবেরহাট দায়েম মুন্সি জামে মসজিদ সংলগ্ন মাঠে দিনব্যাপি হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এতে মোট ২৫ জনকে ক্রেস্ট, সনদ, মেডেল ও নগদ টাকা প্রদান করা হয়। যার মধ্যে ১-৩০ পারার ৫ জন, ১-২০ পারার ৫ জন এবং ১-১০ পারার ১৫ জন। সন্দ্বীপের ২৮টি মাদ্রাসার মোট ৯৩ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

২৭ জানুয়ারি'২৪ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, 'হিফজুল কুরআন প্রতিযোগিতা সন্দ্বীপের শিক্ষার্থীদের মেধা বিকাশে ও প্রতিযোগিতামুলক মানসিকতা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে এবং আজকের বিজয়ীরা একদিন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে সুনাম অর্জন করবে।'

অংশগ্রহণকারী একজন প্রতিযোগীর অভিভাবক বলেন, 'এমন চমৎকার আয়োজনে কুরআন শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। আমরা এ প্রতিযোগিতাকে সাধুবাদ জানাই।'

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহিম বলেন, 'মাদ্রাসা শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এবং কুরআনের আলো ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন ধারাবাহিক ভাবে চলবে ইনশাআল্লাহ।'

সংগঠনের সাধারণ সম্পাদক আকরাম সা'দি যায়যায়দিনকে বলেন, 'সন্দ্বীপব্যাপি বৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতার মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের হাফেজে কুরআন প্রস্তুতের চেষ্টা করছি। যেন এখান থেকে উৎসাহ পেয়ে তারা দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারে।'

এছাড়াও মিডিয়া পাটনার হিসেবে দৈনিক যায়যায়দিন, দৈনিক কালের কন্ঠ, প্রতিদিনের সংবাদ, আজাদী, সাঙ্গু, পূর্বদেশ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ও সন্দ্বীপ24 কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আল জামিয়া ইসলামিয়া পটিয়ার ইসলামিক স্টাডিজ, সর্টকোর্স বিভাগের সচিব হাফেজ মাওলানা মোঃ ফোরকান, তাজবিদ ও ক্বেরাত বিভাগের পরিচালক মাওলানা ক্বারী আহমাদুল হক, তাহফিজুল কোরআন সংস্থার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা নুরুল আবছার, সারিকাইত দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ঈসা, সন্তোষপুর হোসাইনা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মানজিরুল হাসান, মীর মাইনুদ্দীন মাদ্রাসার সাবেক পরিচালক হাফেজ মুহাম্মদ মুস্তফা, সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহিম, সম্পাদক আকরাম সা'দি, সহ সভাপতি মাওলানা আবু আসলাম, হাফেজ মাওলানা মাসুম, মাওলানা জোবায়ের আলম, মাএলানা আব্দুর রহমান সাইম, ক্বারি তাওহীদ, সমাজকর্মী মাঈনুদ্দীন ভূঁইয়া, ব্যবসায়ী দিদারুল আলম প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে