রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চৌদ্দগ্রামে ১৭৫ জন কৃষক-কৃষাণীদের মাঝে সার-বীজ ও চারা বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৩
চৌদ্দগ্রামে ১৭৫ জন কৃষক-কৃষাণীদের মাঝে সার-বীজ ও চারা বিতরণ

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প(১ম সংশোধিত) কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রদর্শনী উপলক্ষে কৃষক-কৃষাণীদের মাঝে সার-বীজ ও চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার জোবায়ের হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহ আলম মজুমদার, আরিফ সোলেমান, সামছুল ইসলাম, এসএপিপিও নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৭৫ জন কৃষক-কৃষাণীদের মাঝে জৈব, রাসায়ানিক সার, বীজ পাত্র, পানির ঝাঝর, নেট, ফলের চারা আম, লেবু, পেয়ারা, আমলকির চারা বিতরণ করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে