রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা দিতে হলে প্রথমে শিক্ষকদেরকে প্রশিক্ষিত হতে হবেঃ এমপি শামীম

বরুড়া প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৪, ১৭:০২
শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা দিতে হলে প্রথমে শিক্ষকদেরকে প্রশিক্ষিত হতে হবেঃ এমপি শামীম

কুমিল্লা- বরুড়া আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বলেছেন, প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো যত্ন নেওয়া। তাহলে, কোনো শিক্ষার্থী মাদকমুখী হবে না, কোনো শিক্ষার্থী কিশোর গ্যাংয়ে জড়াবে না। তাহলেই একটি সুন্দর সমাজ গঠিত হবে।

শনিবার (২ মার্চ) বেলা ১২টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বরুড়া প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বরুড়া উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বলেন, শিক্ষকরা কোনো দলের নয়, তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষকরা নিজেদের মধ্যে কোনো বিবাদে যাতে না জড়ায়। আর শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা অবশ্যই নিয়মিত ক্লাসে আসতে হবে।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও) নু-এমং মারমা মং এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান (বাহাদুর)।

আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে সভায় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) কামরুন নাহার শিখা, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মফিজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, ইউআরসি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা গাজিউল হক।

অনুষ্ঠানে সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়া, সভায় আরো বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সোলেমান হোসেন ভুঁইয়া, শিলমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক, মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, করিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা মজুমদার, মুগুজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যাইয়েদা আক্তার, পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার মানপত্র পাঠ করেন স্মৃতি রাণী বণিক, শিক্ষক নেতা খোরশেদ আলম, অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন।

আলোচনায় অন্য বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন মানসম্মত শিক্ষা। আর শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা দিতে হলে, প্রথমে শিক্ষকদেরকে প্রশিক্ষিত হতে হবে। সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে, আমরাও আমাদের শিক্ষার্থীদেরকে সেইভাবে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তৈরী করবো। এমন ছাত্র আমরা তৈরী করবো না, যারা মাদক কিংবা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। শিক্ষরা হলো মানুষ গড়ার কারিগর, আর শিক্ষকদেরকে অবশ্যই ভালো মানুষ গড়তে হবে। মতবিনিময় সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্যসহ আগত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় বরুড়া উপজেলার ১৫৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে