রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বরুড়ায় ইউএনও'র সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ হলো

বরুড়া প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৪, ১৭:৪৭
বরুড়ায় ইউএনও'র সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ হলো

কুমিল্লার বরুড়ায় উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও) নু-এমং মারমা মং এর সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ হলো।

রবিবার (৩ মার্চ) বেলা ১২টায় উপজেলার খোশবাস দঃ ইউনিয়নের মুগুজী দঃ পাড়া জলিল মিয়ার বাড়িতে মৃত ওমর ফারুক এর কন্যা মুগুজী মাষ্টার আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাল্য বিবাহের দিন ধার্য্য হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম বিষয়টি জানার পর তার প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করার পর বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বাল্য বিবাহ নিরোধ ও প্রতিরোধ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং মেয়ের বয়স ১৮ বছর পুর্ন না হওয়ার আগ পর্যন্ত মেয়েটির বাল্য বিবাহ দিবেনা মর্মে বর্তমান অভিভাবক মোঃ জলিল মিয়া ও মাতা সালমা বেগম উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতিতে অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মোঃ ইব্রাহিম খলিল, বরুড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিন পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন। সাংবাদিক মোঃ জহির হোসেন সহ সুশীল সমাজ ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।

যাযাদি/এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে