রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যারা অভিযোগ নিয়ে ব্যস্ত তারা শুধুই নির্বাচনকে কেন্দ্র করে শহরে আসে: ডা.তাহসিন বাহার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  ০৪ মার্চ ২০২৪, ১৯:৩৪
যারা অভিযোগ নিয়ে ব্যস্ত তারা শুধুই নির্বাচনকে কেন্দ্র করে শহরে আসে: ডা.তাহসিন বাহার

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানবিক নেত্রী ডা. তাহসিন বাহার সূচনার বলেছেন, প্রচারণার শেষ সময় ভোটারদের মধ্যে অনেক ভালো আগ্রহ সৃষ্টি হয়েছে। সবাই ভোট কেন্দ্রে যেতে চাচ্ছে।

কুমিল্লায় সিটি নির্বাচনকে ঘিরে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে যারা অপরাজনীতি করে এবং যাদের অভিযোগের প্রবনতা বেশি তারা অভিযোগ নিয়েই ব্যস্ত থাকে। তারা শুধুই নির্বাচনকে কেন্দ্র করে শহরে আসে। তারা করোনার সময় মানুষের পাশে থাকে না। তারা কারো সুখে -দু:খে সংগ্রামে পাশে থাকে না, রাজপথেও থাকে না। আমার মনে হয় নির্বাচন শেষ হলে তারা আবার চলে যাবে, অভিযোগও বন্ধ হয়ে যাবে।

সোমবার (৪ মার্চ) নগরীর ২০ নং ওয়ার্ডে প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা এসব কথা বলেন।

ডা. তাহসিন বাহার আরও বলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ একজন শিক্ষিত ড্রাইভারের হাতে উন্নয়নের বাস তুলে দিয়েছেন। আমি এ উন্নয়নের বাসের যাত্রী কুমিল্লাবাসীকে কখনো নিরাশ করব না। আমার শিক্ষা মেধা যোগ্যতা পুরোটাই কুমিল্লার মানুষের কল্যাণে ব্যায় করব। আমি একজন নারী,নির্বাচিত হলে মা-বোনদের সমস্যা গুরুত্ব দিয়ে শুনব। বাংলাদেশ যেখানে স্মার্ট দেশের দিকে এগুচ্ছে সেখানে আমাদেরকে এখনো জলাবদ্ধতা যানজট নিয়ে ভাবতে হচ্ছে। নির্বাচিত হলে একটা পরিকল্পিক সকলের বাসযোগ্য সুন্দর নগরী গড়ে তুলব। সততার সাথে কাজ করব। বাংলাদেশের সবছেয়ে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব কুমিল্লা সিটিকে।

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানবিক নেত্রী ডা. তাহসিন বাহার সূচনার নির্বাচনী প্রচারণায় শেষ সময়ে এসে নানা পেশার মানুষের ঢল নেমেছে। যেখানেই গণসংযোগে যাচ্ছেন ব্যাপক সাড়া পাচ্ছেন।

সোমবার সকালে নগরীর ১৩ নং ওয়ার্ডের থীরা পুকুরপাড় ও পরে ২০ নং ওয়ার্ডের উনাইসার,রাজাপাড়া ও দিশাবন্দ এলাকায় প্রচারনা করেন ডা. তাহসিন বাহার। এসময় ২০ ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, যুবলীগ নেতা ইকরামুজ্জামান চৌধুরী বাবু, মোবারক হোসেন জয় সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ সাথে ছিলেন।

এসময় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি নারী ও তরুন ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ‘বাস’ প্রতীকের সমর্থনে মুহুর্মুহু করতালি, স্লোগান আর উচ্ছ্বাসে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।

সোমবার দুপুরে তিনি আদালত এলাকায় গণসংযোগ করেন ডা. তাহসীন বাহার সূচী। এসময় জেলা পিপি ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিম ,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. সৈয়দ নুরুর রহমান সহ আইনজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার (৪ মার্চ) বিকাল ৫ টায় নগরীর ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ এলাকায় ,সন্ধ্যা ৭ টায় ১৯ নং ওয়ার্ডের রাজাপাড়া এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ডা. তাহসিন বাহার সূচনা। এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ডে সোমবার বাস প্রতীকের সমর্থনে মোট ১৪ টি উঠান বৈঠক অনুুষ্ঠিত হয়। এতে নারীনেত্রী মেহেরুন্নেসা বাহার, আয়মন বাহার সোনালী সহ মহানগর আওয়ামী লীগ ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সহ পেশাজীবি, সাংস্কৃতি কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন মিলিয়ে প্রায় ৭০ টি টিম নগরীর ২৭ টি ওয়ার্ডে সোমবার ব্যাপক প্রচারণা চালায়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে