সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির চেক বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৫ মার্চ ২০২৪, ১৮:২৭

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বেকার যুবদের অংশগ্রহণের মধ্য দিয়ে যুব উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার রাঙ্গাবালী উপজেলা পরিষদ প্রাঙ্গনে সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি ) এর কম্পোনেন্ট ৩ কমিউনিটি এমপাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশান প্রকল্পের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসব উপলক্ষে র‌্যালী , আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে নিবন্ধনকৃত মৎস্যজীবী পরিবারের মেধাবী ৫ জন শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির ৫০ হাজার টাকার দ্বিতীয় ধাপের ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা উপ আঞ্চলিক কার্যালয়ের এসসিএমএফপি কম্পোনেন্ট ৩ এর এসডিএফ এর আঞ্চলিক সমন্বয়কারী রওনোক ফেরদৌস, রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) অপু সাহা , এসডিএফ রাঙ্গাবালী কার্যালয়ের ক্লাস্টার অফিসার মোঃ আরিফ হোসেনসহ এলাকার যুব ও মৎস্যজীবী বৃন্দ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে