সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দৌলতদিয়ায় ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় কাভার্ড ভ্যান

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৪, ১৭:২৮

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দৌলতদিয়া প্রান্তে ফেরি থেকে নামতে গিয়ে একটি কোম্পানির ১টি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনাটি বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বও ফেরিঘাটে।

এ ঘটনায় আহত কাভার্ড ভ্যান চালক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাতারপাড়া এলাকার মহসিন শেখের ছেলে শাহীন শেখ (৩২)। সে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রোরো ফেরি এনায়েতপুরী থেকে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান নেমে উঁচু ঢাল উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। নদীতে ভাসতে থাকা কভার্ড ভ্যানের চালক বের হতে গিয়ে আহত হন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছে দৌলতদিয়া নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সরেজমিনে দেখা যায়, কাভার্ড ভ্যানটি ভেসে ৭ নং ফেরি ঘাট থেকে প্রায় ২শ মিটার দূরে চলে গেছে। সেখানেই নদীতে থাকা স্থানীয় জেলেদের সহযোগিতায় দৌলতদিয়া নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় কাভার্ড ভ্যানটি একটি ডুবচরে নিয়ে আটকিয়া রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডবিøউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাট থেকে ছেড়ে আসা রোরো ফেরি এনায়েতপুরীম দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটে পৌঁছালে ফেরি থেকে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। কভার্ড ভ্যানটি নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ৭নং ফেরি ঘাটের কাছাকাছি ভাসিয়ে রাখা হয়েছে।

কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষে বিষয়টি অবহিত করা হয়েছে। উদ্ধার অভিযান প্রক্রিয়াধীন রয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে