সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দাগনভুইয়ার ডাকাত সর্দার গিয়াস উদ্দিন আটক

ফেনী প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৪, ১৪:১৫
ছবি-যায়যায়দিন

ফেনীর দাগনভুইয়া র আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার গিয়াস উদ্দিন র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। বুধবার (২৭ মার্চ) র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে এতথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন (৩৫) উপজেলার জায়লস্কর ইউনিয়নের মৃত: আব্দুল মালেক (কালা মিয়ার) ছেলে.।

তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা চেষ্টা এবং সরকারী সম্পতির ক্ষতিসাধনসহ ০৮টি মামলা রয়েছে।

ফেনীস্থ র‍্যাব-৭'র ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন ফেনী মডেল থানার মামলা নং-২৬ তারিখ ১৯ জুলাই ২০২৩ইং ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/১১৪/৪২৭/৩৪ এবং দায়রা নং-৪৩০/১২, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

গ্রেফতার এড়াতে সে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সহ বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল।এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে তাকে দাগনভূইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে