সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
  ২৯ মার্চ ২০২৪, ১৪:২১
ছবি-যায়যায়দিন

চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানে ঢুকে এক ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৩নং ওয়ার্ড মুন্সিরখীল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হাবিবুল্লাহ চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

অভিযোগ সুত্রে জানা যায়, 'বৃহস্পতিবার সকালে স্থানীয় খোরশেদ আহমদের ছেলে রায়হান দোকানে এসে দোকান মালিকের ছেলে হাবিবুল্লাহ চৌধুরীর কাছে তার বাবার খোঁজ নেন এবং কোথায় আছে জানতে চান। এতে সে তার বাবা বাড়িতে নাই বললে স্থানীয় রায়হান দলবল নিয়ে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানে ঢুকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।'

আহত ব্যবসায়ী হাবিবুল্লাহ'র পিতা নুরুল কবির চৌধুরী বলেন, 'গতকাল ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সেই টাকা দোকানে রেখেই ছেলেকে দোকানে বসিয়ে উপজেলা সদরে একটা কাজে যায়। এতে স্থানীয় খোরশেদ আহমদের ছেলে রায়হান আমার ছেলের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় রায়হানের নেতৃত্বে সন্ত্রাসীরা দোকানে ঢুকে আমার ছেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা আমার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে সে। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, 'ঘটনার বিষয়টি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে