রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নবাবগঞ্জে খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৪, ২০:২৩
নবাবগঞ্জে খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুরের নবাবগঞ্জে ২ এপ্রিল মঙ্গলবার সকালে ৩ দিনের খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি ) বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে উপজেলা মিলনায়তন প্রশিক্ষণ রুমে ।

বাস্তবায়নে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করন প্রকল্প (বারটান-অঙ্গ) ও নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় । প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এসএএও/শিক্ষক/ইমাম/এনজিও কর্মী (৩০ জন) কিষান -কিশানি (৩০ জন )মোট নারী, পুরুষ মিলে ৬০ জনকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান ) এর পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করেন । প্রশিক্ষণে টেইনার হিসেবে উপস্থিত ছিলেন, , জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, ডি, ডি,ই, দিনাজপুর, মোঃ জাফর ইকবাল , উপ পরিচালক ডি, ডি,ই, দিনাজপুর, মোঃ নুরুজ্জামান হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান, রংপুর, ডঃ আব্দুর রাজ্জাক, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান, রংপুর, মোহাম্মদ রাশেদুল ইসলাম। ওই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমোঃআসাদুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার, নবাবগঞ্জ দিনাজপুর, মোঃ রাকিবুল হাসান,প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার মৎস্য অফিসার মোঃ হানিফ সরকার। ৩ দিন প্রশিক্ষণ শেষে দাউদপুর ইউনিয়নের দুমাইল গ্রামের মোঃ মোখলেছুর রহমানের জাকিয়া নার্সারিতে বাস্তবতা পরিদর্শন করান ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে