শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের প্রেস সচিবকে বের করে দিলেন রেস্তোরঁার মালিক

‘অমানবিক প্রশাসনের পক্ষে কাজ করেন সারাগ স্যান্ডাসর্’
যাযাদি ডেস্ক
  ২৪ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৪ জুন ২০১৮, ২৩:৫৮
হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডাসর্

হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডাসর্ খেতে গিয়েছিলেন একটি রেস্তোরঁায়। তবে তার সেই আশা পূরণ হয়নি, বরং হয়েছেন অপমানিত। মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করায় ভাজিির্নয়ার একটি রেস্তোরঁা থেকে স্যান্ডাসর্ ও তার পরিবারকে বের করে দিয়েছেন রেস্তোরঁার মালিক। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কাগজপত্রহীন অভিবাসীদের কাছ থেকে সন্তানদের আলাদা করতে ট্রাম্প প্রশাসনের কমর্কাÐের প্রতিবাদে শুক্রবার রাতে লেক্সিংটনের ‘রেড হেন’ রেস্তোরঁা থেকে স্যান্ডাসের্ক বের করে দেয়া হয়। সংবাদসূত্র : বিবিসি

রেস্তোরঁা কমীের্দর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার পর হোয়াইট হাউসের প্রেস সচিব বেরিয়ে যেতে বলা হয় বলে ‘ওয়াশিংটন পোস্ট’কে জানিয়েছেন রেস্তোরঁার স্বত্বাধিকারীদের একজন স্টেফানি উইলকিনসন। ট্রাম্পের এই মুখপাত্র ‘একটি অমানবিক ও অনৈতিক প্রশাসনের পক্ষে কাজ করেন’ বলে বিশ্বাস তার। ওই নারী কমীের্দর বলেছিলেন, ‘তোমরা আমাকে কী করতে বলো? আমি তাকে (স্যান্ডাসর্) চলে যেতে বলতে পারি।’

শুক্রবার রাতের কথোপকথন সম্পকের্ স্টেফানি বলেন, ‘আমি স্যান্ডাসের্ক বাইরে বেরিয়ে এসে আমার সঙ্গে কথা বলতে বলি। তাকে জানাইÑ সততা, সহযোগিতা ও সহমমির্তার মতো বেশকিছু বিষয়ে রেস্তোরঁার নিজস্ব মানদÐ আছে, যা ঊধ্বের্ তুলে ধরা উচিত বলেই মনে করছি। আমি বলি, ‘আমি আপনাকে চলে যাওয়ার জন্য বলছি’। স্টেফানি জানান, তাৎণিক উত্তরে স্যান্ডাসর্ও বলেন, ‘ঠিক আছে, আমি চলে যাচ্ছি।’

এরপর স্যান্ডাসর্ তার টেবিলে ফেরত গিয়ে তার জিনিসপত্র নিয়ে রেস্তোরঁা থেকে বের হয়ে যান। তার টেবিলে থাকা অন্যদের সেখানে থাকার জন্য স্বাগত জানানো হলেও তারা থাকেননি বলে জানিয়েছেন স্টেফানি। তারা চলে যাওয়ার পর রেস্তোরঁা কমীর্রা খাবার সরিয়ে নিয়ে টেবিল পরিষ্কার করে ফেলে বলে জানিয়েছেন তিনি।

ভাজিির্নয়ার ওই ২৬ আসনবিশিষ্ট ওই রেস্তোরঁা থেকে তাকে বের করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্যান্ডাসর্ও। এক টুইটার বাতার্য় স্যান্ডাসর্ বলেন, ‘তার (স্টেফানি উইলকিনসন) আচরণে আমার থেকে তার সম্পকের্ অনেক বেশি ধারণা পাওয়া যায়।’

মেক্সিকো সীমান্তে অভিবাসী শিশুদের বাবা-মার কাছ থেকে আলাদা করার বিতকির্ত সিদ্ধান্ত নিয়ে দেশে-বিদেশে তুমুল সমালোচনার মধ্যেই ট্রাম্প প্রশাসনের এই গুরুত্বপূণর্ কমর্কতাের্ক এমন হেনস্থার শিকার হতে হলো। এর আগে মাকির্ন স্বরাষ্ট্রমন্ত্রী কিসের্জন নিয়েলসেনকে ওয়াশিংটন ডিসির একটি মেক্সিকান রেস্তোরঁায় দুয়োধ্বনি শুনতে হয়েছিল। এর মাত্র কয়েকদিন পর সারাহ স্যান্ডাসের্ক রেস্তোরঁা থেকে বের করে দেয়ার এ ঘটনা ঘটলো।

এদিকে, স্যান্ডাসের্র বাবা আরকানসোর সাবেক গভনর্র মাইক হাকেবি ভাজিির্নয়ার রেস্তোরঁাটির কমর্কাÐকে ‘ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। সমালোচকরা রেস্তোরঁা থেকে স্যান্ডাসের্ক বের করে দেয়ার ঘটনাকে ‘বৈষম্যমূলক’ বললেও অনেকেই একে স্বাগত জানিয়েছেন। তারা এ ঘটনাকে মাকির্ন সুপ্রিম কোটের্র সাম্প্রতিক এক রায়ের সঙ্গেও তুলনা করছেন, যেখানে বিচারক সমকামী এক জুটির বিয়ের কেক বানাতে অস্বীকৃতি জানানো বেকারির পক্ষ নিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে